গাংনী পৌরসভার নির্বাচনঃ যাচাই বাছাইয়ে ৫৬ প্রার্থীর মধ্যে এক জনের মনোনয়নপত্র বাতিল

0

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ইনসারুল হক ইন্সুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রির্টার্নিং অফিসার। মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক মেয়র আহম্মেদ আলী, বিএনপি প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম, ব্যবসায়ী আনারুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু হুরাইরার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও নয়টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন কাউন্সিলর প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রির্টানিং অফিসারের দায়িত্বে থাকা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী। মনোনয়ন ফরম যথাযথ পূরণ, প্রস্তাবকারী ও সমর্থনকারীর তথ্য সঠিক থাকা, হলফনামা এবং অন্যান্য তথ্য সঠিক থাকায় এসব প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি। অপরদিকে বাতিল হওয়া ইন্সারুল হক ইন্সুর মনোনয়ন ফরমে কোন দলের কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবে তা উল্লেখ ছিল না। এছাড়াও তার প্রস্তাবকারীর স্বাক্ষর নেই এবং স্বাক্ষর বিহীন হলফনামা দাখিল করেছেন। এসব কারনে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং অফিসার। গাংনী পৌর সভা নির্বাচনে বৈধ ৫৫ প্রার্থীর কারও ঋণ খেলাপি নেই। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনেকের নামে মামলা আদালতে বিচারাধীন আছে। তবে কেউ দ-িত নন বিধায় মনোনয়নপত্র বৈধ হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে সকল প্রার্থী ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামি ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামি ১৬ জানুয়ারী দ্বিতীয় দফা পৌর নির্বাচনে গাংনী পৌরসভার ভোট গ্রহণ করা হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.