রুমায় বাংলাদেশ চা বোর্ডের প্রশিক্ষণ কর্মশালা

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ড এর আওতায় “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস” সংক্ষেপে “সিএইচটি প্রকল্প” শীর্ষক প্রকল্পের অধীন চা চাষীদের দোড়গোড়ায় চা সংক্রান্ত সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় একটি হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

গত (মঙ্গলবার) ক্ষুদ্র চা চাষীদের জন্য “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” এর মাধ্যমে চা পাতা চয়ন, চা গাছ ছাঁটাই, পোকামাকড় ও রোগ বালাই দমন এবং বিভিন্ন আন্তঃপরিচর্যার উপর প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উর্ধ্বতন পরিকল্পনা কর্মকর্তা ও প্রকল্প পরিচালক জনাব সুমন সিকদার এবং প্রকল্পের রুমা কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ইমরান হোসেন। কর্মশালায় বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজ উপায়ে চা আবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্ষুদ্র পর্যায়ের চা চাষীদের সময় মত সঠিক পদ্ধতিতে গুণগতমানের পাতা চয়ন, প্রুনিং ও পোকামাকড় দমন করতে সক্ষম করতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” মডেলটি বাংলাদেশ চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি কর্তৃক উদ্ভাবিত একটি নতুন মডেল। উক্ত মডেলটি পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র চা চাষীদের মধ্যে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করে। এ পদ্ধতির প্রশিক্ষণে ক্ষুদ্রায়তন চা চাষীদের নিজস্ব বাগানের আঙ্গিনা সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত। আলোচনা শেষে প্রশিক্ষণের অংশ হিসেবে চাষীদের বাগানে প্রুনিং ও পাতা চয়ন পদ্ধতি হাতে কলমে শিখিয়ে দেয়া হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.