মদন পৌরসভার প্রথম আওয়ামী লীগ মেয়র হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ
মোশাররফ হোসেন নেত্রকোণা মদন থেকে : নেত্রকোণা জেলার মদন পৌরসভার নির্বাচনে প্রথম আওয়ামী লীগ মেয়র হলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সহ -সম্পাদক ও বাংলাদেশ ছাএলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ। গত ২৮ শে ডিসেম্বর সকাল ৮ টা হতে দীর্ঘ লাইনে উৎসবমুখর পরিবেশ ভোট গ্রহণ সম্পুর্ন হয়েছে সন্ধা ৬টা পর্যন্ত। এই প্রথম মদনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ হয়। কিন্তু নতুন এই পদ্ধতি গ্রাম ও মহল্লা নারী পুরুষ ভোটারদের কাছে অপরিচিত হওয়ায় ভোট গ্রহণ ধীর গতিতে চলে। ফলে ভোটাররা কেন্দ্রের বাউন্ডারির মধ্যে থাকায় সন্ধা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
হাওর অঞ্চলের অন্যতম ট্রানজিট পয়েন্ট মদনকে পৌর শহরে পরিনত করে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু্যোগ্য কন্যা বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিগত ২০০০ সালে আওয়ামী লীগ সরকার মদন পৌরসভা প্রতিষ্ঠা করেন। উল্লেখ যে পৌরসভা গঠিত হওয়ার পর হতে আওয়ামী লীগ দলীয় মনোনীত কোন প্রার্থী মেয়র পদে বিজয়ী হতে পারেনি। মদন পৌরবাসী জানান বিজয়ে মাসে নৌকার বিজয় মানে এলাকা উন্নয়ন। বার বার মদন পৌরসভা স্বতন্ত মেয়র হওয়ায় মদন পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। আমরা এলাকাবাসী আশা করি বর্তমান সরকার উন্নয়নের সরকার। সাইফুল ইসলাম সাইফের নিকট আমরা পৌরসভার নাগরিকের সকল সু্যোগ সুবিধা বৃদ্ধিসহ মদন পৌরসভাকে প্রথম শ্রেনীতে উন্নত করবেন।