পাবনায় নির্যাতিত নারী রাবেয়ার পাশে দাঁড়ালো ব্র্যাক

0

পাবনা প্রতিনিধি : নির্যাতিত নারী রাবেয়ার পাশে দাঁড়ালো ব্র্যাক। ব্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় তাকে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়ে পূর্নবাসনের জন্য দু’টি ছাগল কিনে দেওয়া হয়েছে। পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মালিগাছা গ্রামের রাবেয়াকে গত কয়েকদিন আগে কেবাকারা অজ্ঞাত কারণে বস্তাবন্ধী করে মজিদপুর গোরস্থান সংলগ্ন এলাকায় ফেলে রেখে যায়। দরিদ্র রাবেয়া খাতুন আর্থিক ভাবে অস্বচ্ছল একজন নারী। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংশ্লিষ্টরা সংবাদ পেয়ে তাকে দেখতে যান এবং চিকিৎসাসহ সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়ে তাকে প্রাথমিক ভাবে দুটি ছাগল কিনে দেন পূর্নবাসনের উদ্দেশ্যে। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক হিসাব বিভাগের জেলা ব্যবস্থাপক নির্মল কুমার ভাদুরী, লানিং সেন্টারের অপারেশন ম্যানেজার সুমন বাগচি, বিডিসি মোঃ আরিফুর রহমান, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক লইস গমেজ, বিসিডিপি ব্যবস্থাপক আব্দুল গনি, মালিগাছা ইউপি সদস্য আলেয়া খাতুন, সেক্টর স্পেশালিস্ট হাসিনা আকতার।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.