ইবির নতুন পরিবহন প্রশাসক প্রফেসর আনোয়ার
আজাহার ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. আনোয়ার হোসেনকে পরিবহন প্রশাসক পদে নিয়োগ দিয়েছেন ভিসি। আগামী ১ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, ‘আমার উপর প্রশাসন যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। আগামী শনিবার যোগদানের ইচ্ছা আছে।’ এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে আতাউর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পদে মুন্সী সহিদ উদ্দীন মো. তারেককে নিয়োগ দিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ, এর আগে টানা দুইবার বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়িারিং বিভাগের প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম পরিবহন প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। গত ১৮ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ায় প্রফেসর ড. আনোয়ার হোসেনকে দায়িত্ব দিয়েছে প্রশাসন।