পাবনার আমিনপুরে র্যাবের অভিযান । বিদেশী রিভলবার, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার । আটক এক ।।
পাবনার আমিনপুর থানার শ্যামগঞ্জ এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, গুলি, চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। এ সময় আশিকুর রহমান (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব ।
পাবনা প্রতিনিধি : পাবনার আমিনপুর থানার শ্যামগঞ্জ এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, গুলি, চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। এ সময় আশিকুর রহমান (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব । সে জেলার সুজানগর উপজেলার গোয়ালকান্দি গ্রামের জামাল শেখের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করে র্যাব ।
র্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল শ্যামগঞ্জ হাটস্থ এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী র্যাবকে দেখে পালানোর সময়ে র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তার নিক থেকে একটি বিদেশী রিভলবার, ১ রাউন্ড গুলি ও ৩ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় ।
র্যাবের দাবী, আটককৃত আশিকুর দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ ভাবে অস্ত্র নিজ হেফাজতে রেখে ক্রয়বিক্রয়সহ এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। আটকের পর আশিকুর ও উদ্ধারকৃত অস্ত্রগুলি ও চাইনিজ কুড়াল আমিনপুর থানায় মামলা দায়েরের পর সোর্পদ করা হয়েছে। বুধবার আটককৃত আশিকুরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় র্যাব।