ভালুকায় হতদরিদ্র প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবন্ত্র বিতরণ
এস এম সাইফুর রহমান : ফরিদা বানু লস্কর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে ভালুকা ডিগ্রী কলেজ মাঠে দরিদ্র প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকাম্মেল হোসেন এর সভাপত্বিতে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি (এমপি), অধ্যক্ষ মোঃ কামরুজ্জাম (তুহীন), ভরাডোবা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সর্বদাই সচেষ্ট। আমরা চাই অন্যান্যদের মত প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের মূলস্রোতধারায় যুক্ত হোক। আজ তাদের হাতে কম্বল দিতে পেরে আমি আনন্দিত। তিনিও আরও বলেন, জাতীয় সংসদ অধিবেশনে বিদ্যালয়টি এমপিও ভূক্ত করার জন্য দাবি জানাবেন। প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সরকারি ঘর পায় সে ব্যবস্থা করবেন। বিশেষ অতিথিবৃন্দ বলেন, ভালুকায় হত দরিদ্র মানুষদের শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র প্রদান করছি। ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে কম্বল তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের আরও দরিদ্র প্রতিবন্ধী সদস্য রয়েছে। যাদের শীতবন্ত্র প্রয়োজন। আমরা চাই এই সহযোগিতা আরও বৃদ্ধি পাক। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।