প্রকাশিত সংবাদের বিরুদ্ধে দোলন বিশ্বাসের সংবাদ সম্মেলন

0

পাবনা প্রতিনিধি : গত ৯ ফেব্রুয়ারি রাত ৮ টার সময় পাবনা ৪ আসনের এমপি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রতিবেদনের প্রতি এমপি পুত্রের দৃষ্টি আকৃষ্ট হওয়ায় উক্ত প্রতিবেদনগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এমপি পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি। গত ৯ ই ফেব্রুয়ারী বেশকিছু অনলাইন নিউজ পোর্টালে এমপি পুত্রের নেতৃত্বে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত পাঁচ ট্রাক লোহা চুরির খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে ।

যা সঠিকভাবে পরিবেশন করা হয় নাই , কারণ রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা বেষ্টুনী ভেদ করে লোহা চুরির ঘটনা অকল্পনীয় । আমি সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি । প্রকৃতপক্ষে একটি মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই, আমাকে জড়িয়ে অসত্য অভিযোগ করছে । লোহা চুরির কল্প কাহিনী সাজিয়ে আমাকে রাজনৈতিকভাবে কলঙ্কিত করার অপচেষ্টা করা হচ্ছে।

প্রতিবাদ লিপিতে দোলন বিশ্বাস দাবি করেছেন, তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও নিরীহ ব্যবসায়ী হিসেবে বিগত বেশ কিছুদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি একজন নিয়মিত আয়কর দাতা। তিনি বীর মুক্তিযোদ্ধার ছেলে ও বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। তিনি ঈশ্বরদী ও আটঘরিয়ার আওয়ামী লীগের একজন সু-পরিচিত ও পৃষ্ঠপোষক। ছোটবেলা থেকেই তিনি আওয়ামী লীগ পরিবারে বেড়ে ওঠে এবং তিনি একজন একনিষ্ঠ কর্মী। তার বিরুদ্ধে কেউ এ ধরনের দাবি প্রমাণসহ দেখাতে পারবেন না। এ ধরনের কোনো অভিযোগ কেউ কখনো উত্থাপন করেননি। এমনকি ভবিষ্যতেও করতে পারবে না।

প্রতিবাদ লিপিতে তিনি বলেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে কয়েকটি গণমাধ্যম কোনো প্রকার খোঁজ-খবর না নিয়ে মনগড়া সংবাদ পরিবেশন করেছেন।

এ সংবাদ প্রকাশের আগে তার সঙ্গে কেউ কোনো প্রকার যোগাযোগ করেননি এবং কোনো প্রকার কথা বলেননি, যা সংবাদ মাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের নীতিমালার বাইরে। এমনকি তার বিরুদ্ধে কোনো অভিযোগের সমর্থনে কোনো ব্যবসায়ী বা ভুক্তভুগীর বক্তব্য নেই। কাজেই স্পষ্টতঃ প্রমাণিত হয় যে, এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত। পেছনে থেকে কেউ প্রভাবিত করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা, সমাজে তাকে হেয় প্রতিপন্ন করা এবং ব্যবসায়িক সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যম গুলোকে বিনীত অনুরোধ করেন এমপি পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.