বাগেরহাটের মোংলায় ৫ কেজি গাঁজা সহ পরিবারের তিন সদস্য আটক

0

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় পাঁচ কেজি গাঁজা সহ একই পরিবারের তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।আটককৃত স্বামী-স্ত্রী ও তাদের জামাই স্থানীয় মোংলা বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করে।তাদের আটকের সময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।

অটক গাঁজা বিক্রেতা হলেন মোঃ মাহাতাব (৪০) পিতাঃমৃত ওমর আলী ও তার স্ত্রী বেবী বেগম (৩৫) এবং তাদের মেয়ের জামাই মোঃ রাসেল (২৫) পিতাঃ মোঃ বাবুল।

মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের বাগেরহাট জেলা পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান জানায়,আটককৃতরা দীর্ঘ্যদিন ধরে গাঁজা সহ নানা রকম মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল এমন খবর তাদের কাছে খবর ছিল।পরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল বালুরমাঠ এলাকায় অভিযান চালায় তারা।এ সময় তাদের সংগ্রহে রাখা বিক্রির জন্যে ৫ কেজি গাঁও জব্দ করে,দীর্ঘ্যদিনি তারা পরস্পরে আত্নিয়রা এ ধরনের ব্যবসা চালিয়ে আসছিল।আটক কৃতরা যশোর থেকে ইয়াবা ও গাঁজা এনে মোংলার বিভিন্ন জায়গায় পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে বলে জানান।

মাদক আটকের এ অভিযানে এস আই রুহুল আমিন ,এ এস আই ফরহাদ হোসেন এবং রফিকুজ্জামান সহ জেলা পুলিশের সদস্যরাও অংশ নেয়।আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ এর ৩৬(১) ১৯ এর খ ধারায় মামলা রজু করা হয়েছে।মোংলা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বাগেরহাট জেলা পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.