শেরপুরে জমি নিয়ে বিরোধ ধানের চারা উপড়ে ফেলে প্রতিপক্ষ
ইউসুফ আলী মন্ডল নকলা প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার কবুতরমারী গ্রামে জমি নিয়ে বিরোধ ধানের চারা উপড়ে বিপুল পরিমান জমির ফসল ক্ষতিগ্রস্ত করেছে প্রতিপক্ষ । জানা গেছে, ঐ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে খলিলুর রহমান এর ক্রয় কৃত ২৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত নঈম উদ্দিন এর ছেলে তৈনুজ আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল । খলিলুর রহমান জমির উপর আদালতে মামলা দায়ের করলে আদালত আইন শৃংখলা শান্ত রাখার স্বার্থে ১৪৪ ধারা জারী করে তৈনুজ গংদের ঐ জমিতে দখল না করার নিষেধাঙ্গা জারী করলেও তৈনুজ আলী তার ছেলে আব্দুর রশিদ , হাবি মিয়া , সুমন মিয়া , সব পিতা তৈনুজ আলী জোরপূর্বক ধানের চারা উপড়ে ফেলে। এ নিয়ে খলিলুর রহমান বাদী হয়ে নকলা থানায় অভিযোগ দায়ের করলে এসআই আল আমিন তদন্ত করে অভিযুক্তদের নামে আদালতে চার্জসীট প্রদান করবেন বলে জানান।