শেরপুরে জমি নিয়ে বিরোধ ধানের চারা উপড়ে ফেলে প্রতিপক্ষ

0

ইউসুফ আলী মন্ডল নকলা প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার কবুতরমারী গ্রামে জমি নিয়ে বিরোধ ধানের চারা উপড়ে বিপুল পরিমান জমির ফসল ক্ষতিগ্রস্ত করেছে প্রতিপক্ষ । জানা গেছে, ঐ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে খলিলুর রহমান এর ক্রয় কৃত  ২৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত নঈম উদ্দিন এর ছেলে তৈনুজ আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল । খলিলুর রহমান জমির উপর আদালতে মামলা দায়ের করলে আদালত আইন শৃংখলা  শান্ত রাখার স্বার্থে ১৪৪ ধারা জারী করে তৈনুজ গংদের ঐ জমিতে দখল না করার  নিষেধাঙ্গা জারী করলেও তৈনুজ আলী তার ছেলে আব্দুর রশিদ , হাবি মিয়া , সুমন মিয়া , সব পিতা তৈনুজ আলী জোরপূর্বক ধানের চারা উপড়ে ফেলে। এ নিয়ে খলিলুর রহমান বাদী হয়ে নকলা থানায় অভিযোগ দায়ের করলে এসআই আল আমিন তদন্ত করে অভিযুক্তদের নামে আদালতে চার্জসীট প্রদান করবেন বলে জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.