আমরা বাঙালি মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন

0

বেড়া , পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করতে, শতাধিক তরুন মেধাবী ছাত্রদের নিয়ে গঠিত সেবা মূলক সংগঠন আমরা বাঙালি মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপনের আয়োজন করা হয়। ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৮ মিনিটের অগ্নিঝড়া ভাষণে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে বাংলাদেশের অগনিত মানুষ পাকিস্তানের দুঃশাসনের হাত থেকে মুক্তি লাভের আশায় দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিক স্বাধীনতা অর্জন করে।

এজন্য বাংলাদেশের মানুষের কাছে ৭ই মার্চ একটি ঐতিহাসিক দিবস । বাংলাদেশের মানুষ নানা আয়োজনের মধ্যাে দিয়ে এ দিবসটি পালন করে। এসময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ও ফাউন্ডেশন উপদেষ্টা আলহাজ্ব মাহমুদ আলী, এ এস আই আজিজুল হাকিম( ডি এস বি) বেড়া মডেল থানা পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নওশাদ আলম টুকু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন রাজ্জাক অপু, ফাউন্ডেশনের উপদেষ্টা রেদোয়ান হাসান রুবেল ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী রাইসুল ইসলাম তারেক, সহ ফাউন্ডেশনের অন্যতম সদস্য নাঈমুল ইসলাম শিমুল, হাবিবুর রহমান দিসান, শরিফুল ইসলাম, হৃদয় হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় এ এস আই আজিজুল হাকিম আমরা বাঙালি মানবিক ফাউন্ডেশনের সদস্য গণকে ধন্যবাদ জানিয়ে বলেন বৃক্ষরোপন অনেক সুন্দর একটি আয়োজন আমরা আজ যে বৃক্ষরোপন করলাম তা আমাদের নতুনপ্রজন্ম সবুজ প্রকৃতি পাবে, এ শহরে বসবাস যোগ্য পরিবেশ হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। কোথা ও কোনো মাদকের তথ্য পেলে আমাকে এবং আমার থানা পুলিশকে জানাবেন মাদকের সাথে কোনো আপোষ নেই।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.