নিউইয়র্কে করোনায় আরো এক বাংলাদেশীর মৃত্যু

0

নিউইয়র্ক (ইউএনএ) : নিউইয়র্কের নিউ হাইড পার্কে বসবাসরত বাংলাদেশী হাসান রাশেদুল ইসলাম তমাল (৪৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শনিবার (৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিনি লং আইল্যান্ড জুইস (এলআইজে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং এক ভাই ও এক বোন সহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তারা সকলেই যুক্তরাষ্ট্র প্রবাসী। তমাল ছিলেন পরিবারের বড় সন্তান। তার দেশের বাড়ী টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চকতৈল। খবর ইউএনএ’র।

উল্লেখ্য, কমিউনিটি নেতৃবৃন্দের তথ্য মতে গেল এক বছরে মহামারী করোনায় নিউইয়র্কে ৫/৬শত প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। তবে কারো করো ধারণা যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রবাসী বাংলাদেশীর মৃতের সংখ্যা হাজারের অধিক। মরহুম তমালের কাজিন টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক-এর সাবেক সভাপতি দেওয়ান আমিনুর রহমান জানান, সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শ্বাসকষ্ট বাড়তে থাকায় এলআইজে হাসপতালে ভর্তি হন এবং সেখানে ১৪/১৫ দিনের মতো চিকিৎসাধীন ছিলেন।
মরহুম হাসান রাশেদুল ইসলাম তমালের নামাজে জানাজা শনিবার (৬ মার্চ) বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) অনুষ্ঠিত হয় এবং রোববার (৭ মার্চ) ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক-এর সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খান সংগঠনর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.