ঐতিহাসিক ৭ মার্চ ও উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশে নেত্রকোণা মডেল থানার আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

0

মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণা সদর মডেল থানার আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশে থানা প্রাঙ্গনে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৩টায় পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জান্নাত আফরোজ, মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, জেলা পুলিশিং এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ৭ মার্চ নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের এ দিনে ১১০৮ শব্দে প্রায় ১৯ মিনিট তার জ্বালাময়ী ও আবেগঘন বক্তৃতায় দীর্ঘ কাঙ্খিত স্বাধীনতা অর্জনে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। ১৯৭১ সনের ৭ই মার্চের অগ্নিঝরা এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ আজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। যে ভাষণে উচ্চারিত হয়েছিল “এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”। ভাষণের স্বাদের ফসল আজকের এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা। এই ভাষণের তাৎপর্য ও গুরুত্ব কে আমাদেরকে বুকে ধারণ করে আগামী দিনের সোনার বাংলা গড়ার দৃঢ প্রত্যয় এগিয়ে যাওয়ার আহবান জানান। দেশকে উন্নত দেশের তালিকায় নিতে প্রধান প্রধানমন্ত্রী জন নেত্র শেখ হাসিনার গৃহিত বিভিন্ন কর্মকান্ড নিয়ে বক্তারা আলোকপাত করেন। আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নিয়ে পুলিশ সুপার আকবর আলী মুনসী কেক কাটেন এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.