শেরপুরে নতুন ইট ভাটা বসিয়ে পরিবেশ বিপর্যয় ডেকে আনছে

0

ইউসুফ আলী মন্ডল, নকলা, শেরপুর : শেরপুরের নকলা উপজেলায় গড়ে উঠছে ১০টি ইট ভাটা। যত্রতত্র এসকল ভাটা গড়ে উঠায় পরিবেশ দূষণ হয়ে পড়েছে । আসে পাশের বাড়িঘরে ধুলায় স্তুপ জমে আছে । ফসলী জমির উপর সরকারী সড়কের উপর পড়ছে এর বিরুপ পক্রিয়া। ফসল নষ্ট হচ্ছে, রাস্তা ভেঙ্গে যাচ্ছে অতিরিক্ত ট্রলি ও ট্রাক চলাচলের কারণে। ১০টি ইট ভাটা থেকে সরকারী ৫ লাখ টাকা বছরে আদায় হলেও কোন কাগজ পত্রাদি নেই তাদের। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে বিষয়টি জানালে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে তারা ব্যবস্থা নিবে। এদিকে এসিল্যান্ড, উপজেলা নির্বাহী অফিসার ভাটা গুলির ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ না করার ফলে দিনে দিনে নতুন ভাটায় ছেয়ে গেছে ৪নং গৌড়দ্বার ইউনিয়ন। ১ কিলোর মধ্যে গড়ে উঠেছে ৭টি ইট ভাটা। প্রতিদিন ১০টি ভাটায় ৬০ লাখ ঘনফুট মাটি কেটে ভাটায় নিয়ে যাচ্ছে। ফসলী জমি পরিণত হচ্ছে গর্তে। আশেপাশের বাড়িঘরে বসবাসরত লোকজনের রোগ বালাই সর্দি, জ্বর ,কাশি বেড়ে গেছে শুধু ইট ভাটার দুষিত ধুলো বালোয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.