কুড়িগ্রামে এ্যাড: নজির হোসেনের ১৭ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা

0

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এ্যাডভোকেট নজির হোসেন সরকারের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে বরেণ্য এ ব্যক্তির স্মরণে স্মরণসভার আয়োজন করে কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম ।

কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক খ.ম. আতাউর রহমান বিপ্লবের সভাপতিত্বে
ইউসুফ আলমগীরের সঞ্চালনায় স্মরণসভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দিপু খন্দকার । পরে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে
জেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান জননেতা আমান উদ্দিন আহমেদ মন্জু, জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড: আহসান হাবীব নিলু, সাংবাদিক ছানালাল বকসি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান , এনজিও ব্যক্তিত্ব হারুন অর রশিদ লাল, মানিক চৌধুরী , এ্যাড: শামসুল হক সরকার , জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর আঃলীগের যুগ্মসম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, ঘাদানিক কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল বোস, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সম্পাদক তৌফিকুল ইসলাম টুটুল ও মরহুমের একমাত্র পুত্র সহকারী অধ্যাপক সালাউদ্দিন রুবেল,নাতনী রুবাইদা নওরোজ অবন্তী প্রমুখ বক্তব্য রাখেন ।
বক্তারা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের নানাদিক তুলে ধরে আলোচনা করেন।

এ-সময় মরহুমের পরিবারের সদস্যবৃন্দ সহ
রাজনৈতিক দলের সদস্য , সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য মরহুম এ্যাডভোকেট নজির হোসেন সরকার একাধারে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং ২০০৩ ইং পর্যন্ত কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি । ২০০৪ সালের ১০ মার্চ তিনি মৃত্যু বরণ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.