দেশের প্রথম মোটিভেশনাল টিভি চ্যানেল পলাশ টিভির আত্মপ্রকাশ

0

নিজস্ব  প্রতিনিধি : সূবর্ণ মাল্টিমিডিয়ার আরেকটি ভিন্ন ধারার মোটিভেশনাল টিভি চ্যানেল www.palashtv.com (পলাশ টিভি) শুভ পথচলা শুরু হয়েছে।সংবাদ ভিত্তিক অনলাইন চ্যানেলর ধারা পাল্টে, মোটিভেশনাল (প্রেরনাদায়ক) এই চ্যানেলটি ” জীবনে আশার আলো” স্লোগান নিয়ে হতাস ও ব্যর্থ জীবনে প্রেরণা যোগাতে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের উক্তি -যুক্তি, বিজয়ীদের সফলতার গল্প, আলোচনা সহ নানান বিষয় প্রচার করা হবে। পাশাপাশি সীমিত আকারে সংবাদও প্রকাশ করা হবে।

সূবর্ণ মাল্টিমিডিয়ার পরিচালক এস এম পলাস জানান, তার জীবনাভিজ্ঞতায় উপলব্ধি করেছেন, বেশির ভাগ মানুষ ঘুমন্ত, এই ঘুমন্ত মানুষদের মস্তিষ্ক জাগ্রত করতে তার এই প্রয়াস।

পলাশ টিভিতে লিখতে পারবেন যে কেউ। কোন ব্যক্তি, প্রতিষ্ঠানের সফলতার কথা, নিজেও লিখতে পারবে তার সফল হওয়ার গল্প কথা।
ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন নিয়েও লেখা যাবে।

এছাড়াও রয়েছে গ্রামীণ সাংবাদিকতা বিভাগ, যেখানে দেশের যেকোন স্থান থেকে জনদূর্ভোগ, সমস্যা, সম্ভাবনা সহ চলমান লেখা দেয়া যাবে।

প্রতিমাসে শেরা লেখককে দেয়া হবে সম্মানী ভাতা। এবং বছর শেষে শেরা লেখকের জন্য থাকবে সম্মাননা পুরস্কার।

পলাশ টিভির পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
https://www.facebook.com/palashtvbd/

যোগাযোগ : 01726050508
লেখা পাঠানোর মেইলঃ
[email protected]

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.