কাপ্তাইয়ে লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন
মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : কাপ্তাই উপজেলায় কঠোর লকডাউনের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে রাঙ্গামাটির জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বলেছেন বর্তমানে করোনা ভাইরাসের প্রকৌপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই এই মূহুর্তে সকলকে স্বাস্থ্য বিধী কঠোর ভাবে মেনে চলা উচিত, মাস্ক ছাড়া এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাসা- বাড়ি থেকে বের হবেন না। প্রতিটি সংকটকালীন সময়ে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের সকলেই জনগণের পাশে আছে এবং থাকবে।
সোমবার (৫ জুলাই) সকাল ১১ টায় কাপ্তাই – চট্টগ্রাম প্রধান সড়ক উপজেলা সদর বড়ইছড়িতে চলমান লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে রাঙামাটি পুলিশ সুপার গণমাধ্যম কর্মীদের এ সব কথা বলেন। এইসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) তাপস রন্জন ঘোষ, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, ওসি( তদন্ত) আকতার হোসেন, কাপ্তাই সার্কেল পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর, কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয়দেব নাথ, টিআই বিপুল পাল, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, কাপ্তাইয়ের প্রবীন সাংবাদিক মাহফুজ আলম, সাংবাদিক রিপন মারমা, সাংবাদিক ঝুলন দত্ত সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।