করোনায় আক্রান্তদের রোগ মুক্তির জন্য বান্দরবান প্রেসক্লাবে কোরআন খতম ও দোয়া মাহফিল
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: করোনায় আক্রান্তদের রোগ মুক্তির জন্য বান্দরবান প্রেসক্লাবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশ নেয় বান্দরবান বাজার মসজিদের ইমামসহ শহরের বিভিন্ন মসজিদের ইমামরা। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার, সাবেক সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো: ওসমান গনি, সাংবাদিক আবু বশর সিদ্দিকী, আবু মূছা ফারুকী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিনারুল হক, আরটিভি জেলা প্রতিনিধি সাফায়েত হোসেনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। কোরআন খতম শেষে করোনায় আক্রান্ত বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতির আশু রোগ মুক্তি কামনা করা হয়। এছাড়াও দেশবাসী ও সকল সাংবাদিকদের কল্যাণে দোয়া করা হয়। করোনায় যারা আক্রান্ত তাদের জন্যও দেয়া চাওয়া হয়। যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের মাগফেরাত কামনা করেন দোয়া মাহফিলে।