কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির এক বছরের কারাদণ্ড

0

নিজস্ব প্রতিবেদক : কাপ্তাইয়ে টেন্ডার কার্যক্রমের সময় ঠিকাদারের ছেলেকে মারধর এবং নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন সুমনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে রাঙামাটি বিজ্ঞ আদালত।

বুধবার (২৩ আগস্ট) রাঙামাটি অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দিনের আদালত এ রায় প্রদান করেন।

এ ঘটনায় জহির নামের আরও এক আসামির তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করা হয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিউল আলম মিয়া বলেন, আমার বাদী ন্যায় বিচার পেয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় মামলার বাদী মো. আব্দুল মালেক ফকির ও আসামি নুর উদ্দিন সুমন আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি জহির আদালতে উপস্থিত ছিলেন না। রায় ঘোষণার পরপরই সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২০২০ সালে ১৬ নভেম্বর মামলার বাদী আব্দুল মালেক ফকিরের ছেলে ওয়াসিম উদ্দিন মামুন কাপ্তাই আপষ্টিম পিডিবি’র নিয়ন্ত্রণাধীন জেটি ঘাটে (দরপত্র) টেন্ডার ড্রপ করেছিলো। এই টেন্ডার ড্রপকে কেন্দ্র করে পরের দিন ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টায় এলাকার এক ধর্মীয় মাহফিলে থাকা অবস্থায় উপরোক্ত আসামিরা তাদের সঙ্গীদের নিয়ে ঠিকাদার ফকিরের ছেলে ওয়াসিমকে পিটুনি দেয় এবং ছুরিকাঘাত করে। পরে তার পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় আসামিরা। এই ঘটনার পরের দিন ১৮ নভেম্বর কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছিল।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.