চুয়াডাঙ্গায় সরকারি ১২৬৬ বস্তা চাল জব্দ । গোডাউন সিলগালা ।

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর ২ টি গোডাউন থেকে সরকারি ১২৬৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে গোডাউন দুটিকে সিলগালা করেছে জেলা প্রশাসন ।

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর ২ টি গোডাউন থেকে সরকারি ১২৬৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে গোডাউন দুটিকে সিলগালা করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের সাতগাড়ীতে ২টি গোডাউন রয়েছে। রবিবার রাতে তার গোডাউনে সরকারি চাল ট্রাকযোগে আনলোড করা হয়। এর মধ্যে একটি গোডাউনে ৬০০ বস্তা ও অপরটিতে ৬৬৬ বস্তা রাখা হয়। খাদ্য অধিদপ্তরের প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তার গায়ে লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ।

আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম অভিযান চালায়। এ সময় গোডাউন মালিক নজরুল বলেন, চালের মালিক আলমডাঙ্গার গৌতম ও অশোক। তারা মেহেরপুরের গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে এখানে রেখেছে। নজরুলের কথায় অসংগতি লক্ষ্য করায় উপজেলা নির্বাহী অফিসার গোডাউন দুটি সিলগালা করে দেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.