সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে চাটমোহরে মানববন্ধন

0

পাবনা প্রতিনিধি : সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন হয়েছে। শনিবার (২২ মে) সকাল দশটায় চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে থানা মোড়ের আমতলায় এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব, সাংবাদিক ইকবাল কবীর রঞ্জু, শাহীন রহমান, মাসুদ রানা, বিপ্লব আচার্য্য, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব মিজানুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. অঞ্জন ভট্টাচার্য, বাম রাজনীতিবিদ ডা. জাকির হোসেন, চিত্রগৃহ চাটমোহরের ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদ, তারুণ্যের আলোর সভাপতি মেহেদী হাসান মিলন, চাটমোহর যুব সোসাইটির দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন ব্যক্তি সংগঠনসহ নানা শ্রেণীপেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তাকে মামলায় গ্রেপ্তার করা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, সেইসাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.