শ্যামলী ফুড কারখানায় ভ্রাম্যমান আদালত, জরিমানা

0

পাবনা প্রতিনিধি : পাবনা পৌরসভার শালগাড়িয়ায় স্কয়ার স্কুলের পার্শ্বে মেসার্স শ্যামলী ফুড প্রোডাক্ট কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিসেট্রট এসি ল্যান্ড মোছাঃ রোকসানা মিতা। তাকে সহযোগিতা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মেসার্স শ্যামলী ফুড প্রোডাক্ট কারখানায় সর্বমোট ১১টি প্রোডাক্ট তৈরি করেন তারা। যার মধ্যে ৪ টি প্রোডাক্ট এর কাগজপত্র ঠিক আছে । অবশিষ্ট ৭ টি প্রোডাক্ট এর কোন কাগজপত্র নাই। এ সময় শ্যামলী ফুড প্রোডাক্ট কারখানায় ম্যানেজার শাহরিয়ার কনক ৭ টি প্রোডাক্ট এর কোন কাগজপত্র দেখাতে পারেননি। অন্যান্য প্রোডাক্ট এর কাগজপত্র না থাকায় এবং পরিবেশ নোংড়া হওয়ায় নির্বাহী ম্যাজিসেট্রট এসি ল্যান্ড মোছাঃ রোকসানা মিতা ভোক্তা অধিকার আইনে ০১ (এক) লাখ টাকা জরিমানা করেন।এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকনুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসিম আহমেদ, সদর ফাড়ীর ইনচার্জ মোঃ আবুল কালাম ও তার সঙ্গীয় ফোর্স।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.