সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে পাবনা ও ঈশ্বরদীতে মানববন্ধন
পাবনা প্রতিনিধি : পাবনা প্রেসক্লাব সম্পাদক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে আওয়ামীলীগের সাবেক সাংসদের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবীতে বুধবার পাবনা শহরে ও ঈশ্বরদীতে বিক্ষোভ প্রদর্শণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও তৃণমূল সাংবাদিক সোসাইটির পাবনা শাখা এবং ঈশ্বরদী প্রেসক্লাব ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা পৃথক কর্মসূচীর আয়োজন করে।
পাবনা শহরে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক কৃষ্ণ ভৌমিক, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, মোস্তাফিজুর রহমান রাসেল, রিজভী জয় এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, সাংবাদিক আবুল হাশেমসহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও প্রধানমন্ত্রীর নিকট এই আইন বাতিলের জোর দাবী জানান।