চাটমোহরে হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনালে ২১ জন

0

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রথমবারের মতো আয়োজিত আজিজ এন্ড সন্স এবং টিম আর স্কয়ার কুরআনের মু’জিযা হিফজুল কুরআন প্রতিযোগতিার ২য় রাউন্ড শনিবার চাটমোহর মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এই রাউন্ডে বিচারকদের দেয়া রায়ে চারটি গ্রুপ থেকে ২১ জন প্রতিযোগী ফাইনালে লড়াই করার জন্য মনোনীত হয়েছেন। ১২ জন বিচারক তাদের মনোনীত করেন।

আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা থেকে চাটমোহর শাহী মসজিদ চত্বরে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনালে প্রধান মেহমান ও বিচারক থাকবেন পিএইচপি কোরআনের আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান বিচারক হাফেজ ক্বারী জহিরুল ইসলাম। অতিথি থাকবেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম ও চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন।

দ্য রিয়েল জীমের ব্যবস্থাপনায়, সালসাবিল ফিলিং স্টেশন ও ইডেনের সহযোগিতায় উপজেলার ২০টি হাফিজিয়া মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। এর আগে গত ১৭ এপ্রিল উপজেলার পাঁচটি মাদ্রাসায় অনুষ্ঠিত হয় প্রথমপর্বের বাছাই প্রতিযোগিতা। সেখান থেকে ৭২ জনকে দ্বিতীয় রাউন্ডের জন্য বাছাই করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.