১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ
মুরাদ হোসেন বেড়া প্রতিনিধি : ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু- অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে বেড়া উপজেলার চরনাগদা এলাকায় গরিব, দুঃস্থ- বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১২ টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন, বেড়া পৌর মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি, এড্যাঃ আসিফ শামস্ রঞ্জন,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু- অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের সেক্রেটারি আমিনুল ইসলাম শানু, বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা,বেড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাইলা শারমিন ইতি, বেড়া পৌর আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের সবুজ, বেড়া উপজেলা ছাত্রলীগ নেতা এসএম রাকিবুল ইসলাম মারুফ,স্বেচ্ছাসেবক আলভী সজীব,আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু- অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি, খাদ্য সামগ্রী বিতরণ কালে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু- অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে গবীর, দুঃস্থ – বন্যার্তদের মধ্যে আমাদের সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরন করেছি। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন। তার আদর্শকে লালন করে শোককে শক্তিতে পরিণত করে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান করেন তিনি।