পাবনায় নৈতিকতা ও শিষ্টাচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0

পাবনা প্রতিনিধি : পাবনায় নৈতিকতা ও শিষ্টাচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ে জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল প্রবন্ধ উপাস্থাপন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো, রাশেদুল কবীরের ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক কর্মসুচী গ্রহন করেছেন। টেকসই উন্নয়নে দেশের কাউকে পিছিয়ে রাখা যাবে না। স্মার্ট বাংলাদেশ গড়তে নৈতিকতা ও শিষ্টাচার উন্নয়নের বিকল্প নাই। সেমিনারে উপস্থিত ছিলেন জাতীয় সমাজ সেবা কার্যালয় এর রাজশাহী বিভাগের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আসাফ উদ দৌলা, গোলাম সরোয়ার, ওসাকা এনজিও ও পরিচালক মাজহারুল ইসলাম, সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা শায়খ ইবনে পল্লব প্রমূখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.