বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থার বর্ষপূর্তিতে বাগবাড়ী’র তরুণদের নানা আয়োজন

0

আজাহার ইসলাম : বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ, কেক কাটাসহ নানা আয়োজনে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা (বাতসাকাস)।’ বর্ষপূর্তি উপলক্ষে আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকাল ৯টায় শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সহযোগিতায় অর্ধশত দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।

এরপর সন্ধ্যা ৬টায় বিদ্যালয়ের সভা কক্ষে সংগঠনটির সভাপতি সেরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন এর সঞ্চালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ। অন্যান্যদের মাঝে কামারখন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঝাঐল ইউনিয়ন শাখার পেশাজীবি সমন্বয় পরিষদ আব্দুস সালাম খাঁন, ঝাঐল ইউনিয়ন ইউপি সদস্য সেলিম রেজা, ঝাঐল ইউনিয়ন ৭নং ওর্য়াড আওয়ামিলীগ সভাপতি সাখাওয়াত হোসেনসহ সংগঠনটির স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থার ৩য় বর্ষ পূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে সংগঠনটির বাস্তবায়িত কার্যক্রম গুলোর সমন্বয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র দেখে আমন্ত্রিত অতিথিরা সংগঠনের প্রসংশা করেন এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন। ভবিষ্যৎ এ সকল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, ‘শিক্ষা ও মানবতার সেবায় আমরা’ স্লোগানকে সামনে রেখে ২০১৭ এর ৯ ডিসেম্বর তরুণ যুবকের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা। এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক ও শিক্ষা মূলক কার্যক্রম সম্পন্ন করা। যেকোন দুর্যোগ মোকাবেলায় এবং বিভিন্ন গরিব দু্স্থদের সাহায্যে সহযোগিতা করে আসছে সংগঠনটি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.