ফুলবাড়ীতে বর্জ্রপাতে ৫০ লক্ষ টাকার যন্ত্রাংশ নস্ট

0

কমল চন্দ্র রায়, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর ফুলবাড়ী ইমদাত সিতারা খান কিডনী সেন্টার এন্ড টিএম হেল্থ কেয়ারে বর্জ্রপাতে প্রায় ৫০ লক্ষ টাকার যন্ত্রাংশ পুড়ে ছাই হয়েছে। ৮ এপ্রিল দিবাগত রাত পৌনে ১১টায় আকাশের বজ্রপাতে টিএম হেলথ কেয়ারের প্যাথলজি ইউনিটের ২টি রুমে ৩টি এসি , ফ্রিজ, ৪টি কম্পিউটার আলট্রা সাউন্ড, এক্স-রে মেশিন, এনালাইজার সহ প্যাথলজি সকল পরীক্ষার যন্ত্রাংশ আগুনে সবকিছু পুড়ে বিন্স্ট হয়। ইমদাত সিতারা খান কিডনী সেন্টার এন্ড টিএম হেল্থ কেয়ারে প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক মোকারম হোসেন বিদ্যুৎ বলেন, রাতে হঠাৎ প্রথম এবছরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি মেঘের চরম গর্জন ও তর্জন ছিলো। সেই সময় বর্জ্রপাতে আমাদের প্যাথলজি ইউনিটের দুইটি কক্ষে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ৷ প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ক্ষতির পরিমান ৫০ লক্ষ টাকা হবে। বর্তমানে মেশিন পত্র না থাকায় প্যাথলজি ইউনিট বন্ধ রয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.