নীলফামারীতে চড়া দামে লিচু বিক্রি

0

সত্যেন্দ্র নাথ রায় নীলফামারী প্রতিনিধি : বাচ্চাদের একটু বেশিই পছন্দ, মজা, টক মিস্টি যাই হোক শহরে গিয়ে চোখে পড়ল, স্বাদ নেওয়ার জন্যই কিনেছি, এমনটি মন্তব্য করলেন বাবু মনোরঞ্জন রায়, এখন জ্যৈষ্ঠ মাস (মধুমাস) চলছে, নীলফামারীর জেলার প্রতিটি উপজেলায় রসাল ফল ডাক হাক ছাড়াই বিক্রি হচ্ছে, দাম একটু চড়া হওয়ায় নিম্নবিত্তরা এখনও কেনা শুরু করেনি, উচ্চবিত্তরা শখের বসে ঘড়ে নিচ্ছে মৌসুমি ফল,তবে নীলফামারীতে গাছে গাছে লিচু পাকতে শুরু করেছে, বৈরি আবহাওয়ার কারনে এ বছর লিচুর ফলন কম জানালেন ডোমার হরিনচড়ার লিচু চাষী প্রানকৃষ্ট বর্মন, উপজেলা মহিলা কলেজের প্রভাষক কেষব চন্দ্র রায়, মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী কৃষিসম্প্রসারন অধিদপ্তর ডি ডি আবু বক্কর সিদ্দিক বলেন, এবারে নীলফামারীতে ৩৬৩ হেক্টর জমিতে নানা জাতের লিচু চাষ হয়েছ, বৈরি আবহাওয়ার কারনে লিচুর পড়াগায়নের সময় তাপমাত্রা কমথাকা প্রয়োজন, হঠাৎ করে গরম বেড়েগেছে, ভোরে কুয়াশার ফলে পরগায়ন ক্ষতিগ্রস্ত, এতে গুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে,ফলে লিচুর উৎপাদন কম, চাষীরা জানান বর্তমানে মাদ্রাজি ২০০ টাকা থেকে ১৮০টাকা দামে বিক্রি হচ্ছে,যেহেতু ফলন কম, মৌসুমী ফল হিসাবে মানুষ খাবে,জার দরুন বাজার কম হওয়ার সম্ভাবনা কম।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.