নীলফামারীর ডোমারে বিপাকে ক্ষুদ্র গরু খামারি

0

সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে গরু বিক্রী নিয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র গরু খামারিরা, ঈদের মাত্র কদিন বাকি, করোনা ও লকডাউনের করানে বিক্রেতা – ক্রেতার মধ্যে ব্যাপক উৎকন্ঠা, উত্তেজনা কাজ করছে। বাজারের সর্বোচ্চটা নিতেচান সবাই, তবে সবার কপালে ভালোটা -কি – জোটে। ডোমার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে হরিনচড়া শালমারা গ্রামের খামারি বিমল চন্দ্রের শাহিওয়াল, অস্টেলিয়ান জাতের ১টি লাল একটি কালো রংয়ের গরু আছে জানা যায়, যার ওজন আনুমানিক বলা হচ্ছে ৪ হতে ৫মন। বিমলের মোবাঃ ০১৭৫০৫২৯৩০৯, করোনার কারনে এলাকায় কোরবানির হাটের কোন সিদ্ধান্ত না হওয়ায় গরু হাটে তোলাই হয়নি। সঠিক দামে বাড়ি থেকেই বিক্রী করতে চান তিনি।

ঈদের কদিন মাত্র বাকি ক্রেতাদের ও তেমন সারা মিলছেনা, স্থানীয় দালাল কালোটি ৮২ হাজার লালটি ৯০ হাজার টাকা দাম হাকান, পশু মোটাতাজা, করনে এবার খরচ একটু বেশী, এত কস্টকরে পরিচর্যা করে কোন লাভ থাকেনা। ভীষন দুশ্চিন্তায় আছেন বিমল চন্দ্র, কোন রকম ফরেয়া পাইকারি, আর সারা বছর গরু লালন পালন করেই চলছে তার সংসার। আনারুল, আলী একই কথা বলেন বেশ কয়েক বৎসরধরে সম্পুর্ন দেশীয় পদ্ধতিতে কোরবানির পশু মোটাতাজা করন করে কোরবানির ঈদ আসলেই সেগুলো বিক্রি করেন। উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ মোজাম্মেল হক এর সাথ কথা হলে তিনি বিডি২৪ভিউজ কে জানান আমরা খামারিদের সমস্যাকে মোকাবেলা করবার জন্য অনলাইন এর মাধ্যমে বিক্রির ব্যবস্থা করে যাচ্ছি। যার ঠিকানা ( অনলাইন কোরবানির পশুর হাট ডোমার নীলফামারী) এখানে বিক্রি করা যাবে, তবে গরুর ছবি, ঠিকানা, মোবাইল নম্বর দিতে হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.