কাঁধে কোঁদাল আর বালতি মাথায় ধানের বীজ নিয়ে ছুটছে মাঠে

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব দিনাজপুর প্রতিনিধি : এই বয়সের ভারে সোনিয়া কড়ার থাকার কথা ছিলো বিশ্রামের সন্ধানে। সে সময় তিনি রয়েছেন খেতখামারের কাজ নিয়ে। ধান ফলাতে হবে, খাওয়াটা জোগাড় করে রাখতে হবে। মানুষ দিয়ে কাজ করিয়ে নিবে সে অর্থও নেই তার কাছে। তাইতো কোঁদাল আর ধানের বীজ নিয়ে ছুটছে মাঠে ।

দুপুরের খাবার শেষ করে কাঁধে কোঁদাল আর বালতি মাথায় নিয়েছে বস্তা বন্দি ধানের বীজ। বাসা থেকে ২ কিলোমিটার দুরে ডারা পারে নিয়ে যাবে কড়া সম্প্রদায়ের ৬৫ বছর বয়সী দিনাজপুর বিরল উপজেলার ১০ নং রানীপুকুর এলাকার হালঝা ঝিনাইকুড়ি গ্রামের সোনিয়া কড়া।

ধানের বীজ না ফেলালে ধান উৎপাদন সম্ভব নয় তাইতো শত কষ্টের মাঝেও মাঠে ঘাটে তাকে ছুটতে হয়। করতে হয় হাড়ভাঙা পরিশ্রম। তার পরে জুটে একটু খাদ্য। শুধু সোনিয়া কড়া নয় তার মত কড়া সম্প্রদায়ের অনেকেই হাড়ভাঙ্গা পরিশ্রম করে চালায় জীবনের চাকা।

একটু খাদ্য পেতে ও ভাল থাকতে বয়সের ভাড়েও জীবন যুদ্ধের সংগ্রাম করে চলেছে সোনিয়া কড়া।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.