জিদান স্প্যানিস লীগে মৌলভীবাজারের সন্তান
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের ছেলে জিদান মিয়া স্প্যানিশ দলের সঙ্গে চুক্তি করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে লা লিগার দল রায়ো ভায়েকানোতে নাম লেখিয়ে জায়গা করে নিলেন। সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে নিজেই খবরটি নিশ্চিত করেছেন জিদান। অ্যাটাকিং মিডফিল্ডার জিদান। ২১ বছরের মধ্যেই অর্জন করেছেন এমন সুনাম ও সাফল্য। জিদান বলেন, ‘২০২১/২২ মৌসুমের জন্য রায়ো ভায়োকানের হয়ে চুক্তিবদ্ধ হলাম। বিষয়টি জানাতে পেরে নিজেকে বেশ সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার ওপর ভরসা রেখে সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই ক্লাবকে। বর্তমান-সাবেক কোচ ও পরামর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে দীর্ঘদিন সমর্থন ও ভালোবাসা দিয়েছেন।’
জিদানের দল রায়ো ভায়োকানোর সাফল্যও বিশ্বজোড়া। ২০১৮-১৯ সালের পর প্রথম দফা সর্বোচ্চ লিগে জায়গা করে নিয়েছে রায়ো ভায়োকানো। জেনেভো সকার অ্যাকাডেমির পরিচালক ও ফুটবল এজেন্ট মরিস পানেইলোরের হাত ধরে মাদ্রিদের দলটির সঙ্গে নিজের নাম জড়ালেন জিদান। জিদানের বাবা: সুফিয়ান মিয়া, মায়ের নাম: শিপা বেগম। সত্তরের দসকে লন্ডনে পাড়ি জমান তারা। ২০০১ সালে জন্ম হয় জিদানের। জিদানের দাদার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।
ডেভিড বেকহ্যাম সকার অ্যাকাডেমিতে ফুটবলে হাতেখড়ি জিদানের। দুই বছর প্রশিক্ষণ নিয়ে ক্রিস্টাল প্যালেস এফসির জুনিয়ার পর্যায়ে খেলেছেন। আর্সেনাল এফসি ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়েও মাঠে নামেন। ডেনমার্ক, হংকং ও থাইল্যান্ডের বিভিন্ন জুনিয়র ক্লাবে খেলারও অভিজ্ঞতা আছে জিদানের। পাশে থাকার জন্য বাংলাদেশের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন জিদান। তিনি বলেন, আমার শিখর বাংলাদেশ থেকে দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পাশে ছিলেন। তাদের সবাইকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সমর্থন ছিল নজরকাড়া। সবাইকে ভালোবাসা। নতুন করে কঠিন কাজ শুরু হলো। বিগ ২০২১/২২ মৌসুমের অপেক্ষায়।’সকলের সহযোগিতা ভালোবাসার প্রত্যাসী।