নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত ফুটবল লীগ শুরু

0

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগ-২০২২ শুরু হয়েছে। নিউইয়র্কের র‌্যান্ডলস আইল্যান্ড পার্কে গত ১৭ জুলাই রোববার থেকে শুরু হওয়া এবারের লীগে চার গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: গ্রুপ এ: ব্রঙ্কস ইউনাইটেড এফসি ও গার্ডেন স্টার এফসি, গ্রুপ বি: আইসাব এফসি প্রো ও ওজনপার্ক ফাইটার্স এফসি, গ্রুপ সি: আইসাব এফসি ও নিউ জেনারেশন এফসি এবং গ্রপ ডি: বন্ধু ইউনাইটেড এফসি ও সন্দ্বীপ ইউনাইটেড এফসি। এবারের লীগের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে বিএসিডিওয়াইএস.অর্গ। খবর ইউএনএ’র।

উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড এফসি ১-০ গোলে গার্ডেন স্টার এফসি-কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জাহিদ একমাত্র গোলটি করেন। দিনের দ্বিতীয় খেলায় সন্দ্বীপ ইউনাইটেড এফসি ২-১ গোলে বন্ধু ইউনাইটেড এফসি-কে পরাজিত করে জয়লাভ করে। সন্ধীপের পক্ষে রুহন ও মুজাহিদ এবং বন্ধু’র পক্ষে লিমন গোলগুলো করেন। এদিন বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে স্পোর্টস কাউন্সিলের সভাপতি মিসবা আবদীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এইচ রশীদ রানা সহ অন্যানের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা ছাড়াও দুলাল মিয়া এনাম, আনোয়ার হোসেন, আব্দুল কাদির লিপু, সাইকুল ইসলাম প্রমুখ কর্তকর্তা মাঠে উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.