প্রত্যক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে- সাংসদ গোলাম ফারুক প্রিন্স
পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন এবং বৃত্তি প্রদান ।
পাবনা প্রতিনিধি :পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানা অত্যাবশ্যক। আর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার বিরাট ভূমিকা পালন করবে বলেও বলেন তিনি।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় পাবনা পুষ্পপাড়া কামিল(এমএ) মাদ্রাসা প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন এবং কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এসব কথা বলেন।
সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স আরো বলেন, প্রত্যক শিক্ষা প্রতিষ্ঠানেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করতেই হবে। কারণ এ থেকে শিক্ষার্থীরা অতীত ইতিহাস জানতে পারবে।
তিনি বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদেরকে যে বৃত্তি প্রদান করা হয়। এটা অবশ্যই প্রত্যক শিক্ষার্থীকে পড়াশুনার প্রতি অনুপ্রাণিত করে। তাই যে সব ফাউন্ডেশন নিজ উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি করেছে তারা অত্যন্ত ভালো কাজ করেছে। অবশ্য তারা প্রশংসার দাবি দার। অনুষ্ঠানে মাসহুদা ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ট থেকে আলিম পর্যন্ত ১ম হতে ৩য় পর্যন্ত ১৮ জন কৃতি শিক্ষার্থীকে ,উজির সরদার বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত ৩৩জন শিক্ষার্থীকে এবং আব্দুল খালেক বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ১ম থেকে ৫ম শ্রেণী ও সম্মিলিত মেধা তালিকার ১৪ জন শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান,আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেন,সহকারি অধ্যাপক আবু হানিফ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোখলেছুর রহমান,ইংরেজী বিভাগের প্রভাষক ফারজানা ইয়াসমিন,বাংলা বিভাগের প্রভাষক সোহানি লিনা,উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি সহ প্রতিষ্ঠানে র সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।