নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ

0

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেছে নবীনগর প্রেসক্লাব।

রবিবার দুপুরে প্রেসক্লাব সভাপতি মো. জালাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের নেতৃত্বে নবীনগর প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে উপজেলা সদরের বড় বাজার, থানা গেইট, নৌকাঘাট, লঞ্চঘাট, প্রেসক্লাব চত্ত্বর, সমবায় মার্কেট ও সালাম রোডের রাস্তাগুলোতে থাকা দুস্থ অসহায় রিকসা ও ভ্যান চালক, ব্যবসায়ী, পথচারীসহ পাঁচ শতাধিক সাধারণ মানুষের মাঝে প্রেসক্লাবের পক্ষ থেকে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী , সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য মনির হোসেন, সাধারণ সদস্য পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম প্রমুখ।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.