গাংনীতে অজ্ঞান পার্টির সদস্য মিজানুর গ্রেফতার

0

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান(৩৫) নামের অজ্ঞান পর্টির সদস্যকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শনিবার সকালে গাংনীর বামন্দি বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সুদিন সরদারপাড়া গ্রামের মৃত কোরায়েশ সর্দারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মরিচ ব্যাবসায়ী জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনে অচেতন করে তার সর্বস্ব ছিনিয়ে নেয় একটি অজ্ঞান পার্টি চক্রের সদস্য। এ ঘটনায় জহরুল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। জহুরুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা হোসেনাবাদ গ্রামের সাইফুল ইসলাম মোল্লার ছেলে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাংনী থানার এসআই মোস্তফা জামান বামন্দি বাজার একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য যে জহুরুল ইসলামকে গত বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনে গাংনী উপজেলার বাওট বাজারে ভোর বেলায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ব্যবসায়ীর কাছে থাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকাও হাতিয়ে নিয়ে গেছে ওই অজ্ঞান পার্টির সদস্য। এ বিষয়ে জহরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই গাংনী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মিজানুর রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.