নির্ঘুম রাত – আরিফ আহমেদ সিদ্দিকী

0

 নির্ঘুম রাত
-আরিফ আহমেদ সিদ্দিকী

বাবাকে কথা দিয়েছিলাম
ছুড়ে ফেলা কাগজটি একদিন
মস্তবড় না হোক, কিছু হবে
এখনও চলছে নির্ঘুম রাত।

কাঠের চেয়ার, মায়াবী ভালোবাসা সাক্ষী
কোমলতায় কড়া শাসনের বেড়াজালে
সেদিন ঝড়েছে জল নয়ন ভরে
গলাটা বেশ ভালোই ভারী ছিল!

দিনের শেষেই রাত, সে রাতটি নির্ঘুম
জোছনা হয়তো আলোকিতই ছিল
ঘরটাতে আলোহীন নিস্তব্ধতা
অন্তরালে বিষের জ্বালায় ছটফটানি।

এখনও চলছে বিরামহীন কলমের যাত্রা
কিলো কিলো কাগজের পথ
কেবল শেখা হয়নি কিছু
মনে পড়ে যায়, ছুড়ে ফেলা কাগজের স্তুপ!

কিছু নতুন শব্দের সন্ধানে
এ যাত্রা চলমান শব্দের খোঁজে
নতুন নতুন শব্দ মালায় একদিন
বাবা পাবেন শাসনের ভালোবাসা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.