পাবনায় এমপি প্রিন্স’র উদ্যোগে শহীদদের স্মরণ, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি
পাবনা প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের মানচিত্র প্রদীপ শিখার আলোয় আলোকিত করে ২৫ মার্চ কালরাত্রিতে শহীদদের স্মরণ করেছেন জেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরাও। পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির উদ্যোগে সন্ধ্যা সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি হাতে নিরবে দাঁড়িয়ে থেকে শহীদ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তারা।
বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন , উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান রাসেল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ দলীয় নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। নৃশংস হত্যাযজ্ঞে শহীদদের স্মরণ করে এবং নতুন প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের ইতিহাস জানাতেই এ কর্মসূচি। পাশাপাশি, ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের দিনটিকে গণহত্যা দিবস হিসেবে বৈশ্বিক স্বীকৃতি প্রদানেরও দাবি জানান তারা।