রহস্য বিবর/ কাজী আতীক

0

রহস্য বিবর/
কাজী আতীক

যতোই ঘন হয়ে ঘনিষ্ঠ কাছে আসো,
যতোই ছুঁয়ে থাকো অন্তর, ধমনী সমুদয়,
তবুও- এক অদৃশ্য দেয়াল
স্থাণুর মতো, আড়াআড়ি বসে
বজায় রাখে যোজন দূরত্ব আড়াল!

অথচ এতোটাই কাছাকাছি হয়তো
হাত না বাড়িয়েও স্পর্শ পাওয়া যায়,
স্পষ্ট শুনা যায় অস্থির হৃদয় স্পন্দন,
যার শাব্দিক অনুবাদ বিহ্বল অনুরাগ।

এক জটিল সমীকরণ,
যেমন সাগর অতল
কিংবা মহাকাশ অন্তরীক্ষে কৃষ্ণবিবর,
যতো বেশি জানা যায়
বেড়ে যায় বহুগুণ আরো অজানা রহস্য।

(নিউ ইয়র্ক, ৩ নভেম্বর ‘২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.