ছায়া অনুরাগ/ কাজী আতীক

0

ছায়া অনুরাগ/
কাজী আতীক

গ্রহণের কাল বেলায় মধ্যবর্তী চাঁদ
কালো ছায়া ছড়িয়ে দেবে, পূর্ণ গ্রাস
পৃথিবীকে পরিয়ে দেবে আলোর নেকাব,

কোনো কি বার্তা দেবে?
আমি, তুমি কিংবা তাকে!
অনুরূপ বলয় কিংবা ভিন্নরূপ আচ্ছাদনে,
কিছু কি অসহনীয়, কিছু যেমন অনুধ্যায়ী
অন্তরঙ্গ অনুভব অথচ অন্তর দহনের!

এক অনতিক্রম্য ব্যতিক্রম
জীবনেও অনুচ্চাণের ব্যাপ্তিও এরকমই,
হৃদয়ে লগ্ন কারো ছায়া অনুরাগে
যেমন মৌন মৌমিতা তুমি মন সংযোগের।

(নিউ ইয়র্ক, ৮ এপ্রিল ‘২০২৪)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.