পাবনায় প্রকল্পের শিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এস এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধি : অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও প্রতীক মহিলা ও শিশু সংস্থা’ এর আয়োজনে এবং কমনওয়েল্থ ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রোমোটিং রাইটস অব গ্রাসরুটস পারসনস উইথ ডিজ্যাবিলিটিস থ্রু কমিউনিটি-লেড ইনিসিয়েটিভ (পিআরপিডি-সিআই) প্রকল্পের শিখন বিষয়ক এক কর্মশালা আজ (বুধবার) গয়েশপুর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মুতাই। তিনি বলেন, সমাজভিত্তিক উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতীক যে প্রকল্প আমার ইউনিয়নসহ পাবনা সদর উপজেলায় বাস্তবায়ন করছে তাতে আমার ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিরা উপকৃত হচ্ছে। আমি আশা করবো এই প্রকল্প প্রতীক ও দাতা সংস্থা চলমান রাখবে। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে প্রতিবন্ধী হয়েও তারা যেখাবে করোনাকালীন সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে ছিলেন, তা সত্যি প্রশংসার দাবিদার। গয়েশপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: সাইদুজ্জামান বলেন, চলমান কার্যক্রমের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান প্রক্রিয়া সহজতর করার জন্য এ্যাডভোকেসিমূলক কার্যক্রম হাতে নেয়ার আহŸান জানাচ্ছি। প্রতিবন্ধী সদস্যগণ স্ব-সহায়ক দলের সভা বৃদ্ধিকরণ, আত্ম-কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ আয়োজন, পাবনা চেম্বার অব কমার্স এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সভা আয়োজন, প্রতিবন্ধী ব্যক্তিদের পারিবারিক নির্যাতন থেকে মুক্তির জন্য পরিবারের সঙ্গে কাউন্সিলিং,সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য বেশী করে এ্যাডভোকেসি কার্যক্রম করার পরামর্শ প্রদান করেন।
প্রতীকের নির্বাহী পরিচালক এস এম সাইফুর রহমান প্রকল্প সম্পর্কে উপস্থানায় জানান,পাবনা জেলার সদর উপজেলায় পাঁচটি ইউনিয়ন – হিমায়েতপুর ইউনিয়ন, দোগাছী ইউনিয়ন, চর তারাপুর ইউনিয়ন, গয়েশপুর ইউনিয়ন এবং মালঞ্চি ইউনিয়নে বিগত দুই বছর যাবত প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গোল ৩ (স্বাস্থ্য), ৪ (শিক্ষা) এবং গোল ৮ (কর্মসংস্থান) বাস্তবায়নের লক্ষে প্রকল্পের কার্যক্রমসমূহ সাজানো হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য – প্রকল্প এলাকায় সেবা না পাওয়া প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা নিরূপণ, পাঁচটি ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ৫টি স্ব-সহায়ক দল গঠন ও তাদের নিয়ে সভা, উপজেলা ভিত্তিক একটি এডভোকেসি দল গঠন, স্ব-সহায়ক দলের সদস্যদের নেতৃত্ববিকাশ ও দল উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য স্থানীয় সম্পদ নিরূপণ, কমিউনিটির সেবাসমূহ প্রতিবন্ধী বান্ধব কিনা তা নিরূপণ, স্থানীয় প্রশাসনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরণ বিষয়ে কার্যক্রম, পরিবারের সদস্য ও স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠক ও আলোচনা সভা, উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সভা, নাগরিক সংলাপ, কমিউনিটি স্কোর কার্ড কার্যক্রম এবং বিভিন্ন দিবস পালন। কর্মশালায় ইউনিয়ন পরিষদের মেম্বার, প্রতিবন্ধী ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন।