আইসোলেশন – কে জি মোস্তফা

0

আইসোলেশন
-কে জি মোস্তফা

সময় অশেষ তবু দিনান্তের ধারে
জীবনের ছায়া দীর্ঘ হয়ে আসে
দ্বিধা জিজ্ঞাসায় অতীতের দিকে
হাত বাড়িয়ে বলতো
বয়স হয়েছে কত?

বিস্মৃতির স্তূপ ভেঙ্গে
দেহ ও মনের টুকরো কুড়িয়ে
আহ্লাদের বৃক্ষ থেকে নেমে এসো,
এই সংসার এই চরাচর ভঙ্গুর ভুবন ছেড়ে
অজানার আঙ্গিনায় দাঁড়াতে হবে একেলা।

আয়ু খায় যে যার বয়স
সেই ভয়ে চটুল পঞ্চাশে
মাথায় কলপ, ধারকরা হৃদয়ের পেস্মেকারে
বেকায়দায় পেতে চাও অধিক জীবন!

সাধ্যহীন সাধনায়
রাজসিক প্রলোভনে কাজ নেই
অস্থির কষ্ট আর নিস্তব্ধ অভিমান ভুলে
প্রাপ্য সম্ভ্রম-বৈভবে
ঘরের মধ্যে স্থবির সেই ভালো;
চার দেয়ালের চ্যাপ্টা
গোলাকার হতে গেলে বেধড়ক ধাক্কা।

ছোটর ভেতরে উদার নীলিমা
দরদে ফোটানো ফুল
প্রকৃতি মন্থন আর নরোম আলাপ
ঘুমপাড়ানিয়া গান এবং রূপজাগানিয়া স্বপ্নে
অনায়াসে কেটে যাক ফসিল সময়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.