২০২১সালে নেত্রকোণায় বিভ্রাটমুক্ত বিদ্যুৎ দেওয়ার অঙ্গীকার – প্রকৌশলী রুবেল আহম্মেদ

0

মেহেদী হাসান আকন্দ : নেত্রকোণাবাসীকে লোডশেডিংমুক্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে বিদ্যুৎ অফিসকে দূর্নীতিমুক্ত মডেল বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র গড়ে তুলতে বিদ্যুৎ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান, নেত্রকোণা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুবেল আহম্মেদ। অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪ ভিউজ কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, এলক্ষ্যে ২০১৮-২০১৯ অর্থবছরে ৩৩ কেভি নতুন দ্বিতীয় সোর্স লাইন নির্মাণ, ১টি ১০ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার স্থাপন, চল্লিশা গ্রিড উপকেন্দ্র বর্ধিতকরণ, ৩ কেভি নিয়নত্রণ কক্ষের ভিতরে নতুন ১১ কেভি ও ৩ কেভি প্যানেল স্থাপন ও কমিশনিং, ৪নং ও ৬নং ফিডারের ননষ্ট্যান্ডার্ড লাইনকে ষ্ট্যান্ডার্ড লাইনে রুপান্তর, ৩৩/১১ কেভি নিয়ন্ত্রণ কক্ষের সুইচ ইয়ার্ডের সকল যন্ত্রাংশ পরিবর্তন ও ১৭টি ১১/০.৪ কেভি নতুন বিতরণ ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে অভারলোড নিরসনের ব্যবস্থা করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী রুবেল আহম্মেদ বলেন, চলতি অর্থবছরে ২টি ১০এমভিএ পাওয়ার ট্রান্সফরমার পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার স্থাপন, মদন বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৩৩/১ কেভি উপকেন্দ্র নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এলাকায় আরেকটি ৩৩/১ কেভি উপকেন্দ্র নির্মাণ ও পাওয়ার ট্রর্ন্সাফরমার স্থাপন এবং ৩৩ কেভি নতুন লাইন নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ১১কেভি ৩টি ফিডারের কাজও চলমান রয়েছে। বিদ্যূৎ অফিসকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করে গ্রাহক সেবা নিশ্চিতকরণের জন্য অভিযোগ কেন্দ্র আধুনিকায়ন করা হয়েছে। ২০২১সালে বিভ্রাটমুক্ত বিদ্যুৎ দেওয়ার অঙ্গীকার নিয়ে দপ্তরটি এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.