নকলায় ফসলের মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে নানা রকমের ফসল

0

ইউসুফ আলী মন্ডল , নকলা, শেরপুর : শেরপুরের নকলা উপজেলার মাটি খুবই উর্বর এছাড়া চলতি বছর আবহাওয়া ভালো থাকায় নানা রকমের ফসল বাম্পার ফসল হয়েছে বলে জানান কৃষি বিভাগ । উপজেলা সবচেয়ে বেশি পরিমাণ ফসল উৎপাদিত হবে নকলা উপজেলায় এবার হাইব্রীড জাতের উচ্চ ফলনশীল ধান আবাদ করা হয়েছে ১৩,৪৬০ হেক্টর জমিতে উৎপাদিত ধান বিক্রি করে কৃষকরা পাবেন প্রায় ৯৮৯ কোটি টাকা , ভুট্রা আবাদ হয়েছে ১৪৫০ হেক্টর জমিতে উৎপাদিত ভুট্রা বিক্রি করলে কৃষকরা পাবেন ৩০ কোটি টাকা এছাড়া কলা হয়েছে ১০ হেক্টর , নেপিয়ারগাস ২ হেক্টর, শষা ৩৫ হেক্টর, কচু ১৫ হেক্টর, ধানসহ ২৫ প্রকার ফসল, এখানে প্রচুর পরিমানে উৎপাদিত হচ্ছে । নকলার কৃষকরা এসকল ফসল বিক্রি করে পাবেন প্রায় ২ হাজার কোটি টাকার সুবিধা । সরজমিনে গেলে কৃষকরা অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪ভিউজ কে জানান , এখন ধান ভরা মৌসুমআর ৩/৪দিন পড়ই ধান কাটা শুরু হবে আবহাওয়া ভালো থাকলে ধান ঘরে তুলতে পাড়লে তাদের ভাগ্যের চাকা ঘুড়ে যাবে। উৎপাদিত কৃষি ফসল অনেক ভালো হয়েছে বলে কৃষি অফিসার জানান , তবে গরম বাতাস ও ধুলি ঝড়ে সামন্য ধানের ক্ষতি হলেও এবার সবচেয়ে ভালো হয়েছে। ধানসহ কৃষকরা নানা উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করে ২ হাজার কোটি টাকার সুবিধা ভোগ করবেন কৃষকরা ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.