জমি সংক্রান্ত বিরোদ ঘর বাড়ি ভাংচুর জোরপূর্বক অন্যের জমি দখলে রাখার অভিযোগ

0

ইউসুফ আলী মন্ডল , নকলা, শেরপুর : নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামে ঘটনাটি ঘটেছে । জানা গেছে , ঐ গ্রামের মৃত নবী হোসেন তার ছেলে আমির হোসেন , আলী হোসেন , আনোয়ার হোসেনদের নামে ৩১ শতাংশ জমি যার দাগনং ২১৫১ বি আরএস ৮৯৮ রেকর্ড অনুসারে সাব কাওলা দলিল মূলে নবী হোসেন ও তার ছেলেরা প্রকৃত মালিক । প্রতিবেশী মৃত আজিজুল হকের পুত্র আমিনুল হক মিঠুন , শাহিনুর , জোরপুর্বক দখল করে বাড়ি ঘর নির্মাণ করেছে । সেই সাথে জমির স্বত্য দখলকার নবী হোসেনের বাড়িতে আবস্থান করা আয়শা বেগম (৭০) ও আলী হোসেনকে ভয়ভীতি দেখাইয়া নানান অত্যাচার করলে এক পর্যায়ে মৃতনবী হোসেনের স্ত্রী আয়শা ও আলী হোসেনের ঘরে ভাংচুর চালায় বি এন পির কর্মী আমিনুল হক , মিঠুন ও শাহিনুর । ঐ এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান , ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকি ঘটনার সত্যতা স্বীকার করেছেন । এলাকাবাসী অভিযোক্ত আমিনুলহক , মিঠুন ও শাহিনুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.