নকলায় বোর ধানের বাম্পার ফলন

0

ইউসুফ আলী মন্ডল নকলা (শেরপুর) প্রতিনিধি: নকলা উপজেলায় এবার বোর ধানের বাম্পার ফলন হয়েছে বলে স্থানীয় কৃষি বিভাগ জানান । উপজেলায় ১৩ হাজার ৪২০ হেক্টর জমিতে উন্নত হাইব্রিড ও উফশি ধানের চারা রোপন করা হয়েছিল। প্রতি হেক্টরে ৪.৯৮ মেট্রিকটন ফলন হিসাবে মোট ২লাখ মোট্রিকটন ধান ও চাল হিসাবে ৬৬ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হবে নকলা উপজেলায় ।

তবে নকলা উপজেলায় সবচেয়ে দু:খ হলো কৃষকের এক মন ধান বাজারে বিক্রি করলে ব্যবসায়ী মহাজনেরা প্রতি ১মন ধানে ৫ কেজি করে বেশি নিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা , এবং দাম দিচ্ছেন খুবই কম ৭১০ টাকা প্রতি মন । এদিকে সরকার নির্ধারিত ধানের মূল্য প্রতি কেজি ২৭ টাকা করলেও কৃষক পাচ্ছেন প্রতি কেজি ১৭.৭৫ টাকা । কৃষি বিভাগ নকলা কৃষকদের উৎপাদন বাড়াতে ৭ টি কমভাইন হারভেস্টার ভর্তকি মূল্যে কৃষকদের মাঝে বিলি করা হয়। ১৭ হাজার কৃষককে বিভিন্ন ফসলের প্রনোদনা প্রদান করেছে নকলা কৃষিবিভাগ । কিন্তু সবচেয়ে সমস্যায় পড়েছে কৃষক, শ্রমিক সংকট, গরম বাতাসে ধান পুড়ে যাওয়া, বাজারে বিক্রি করতে গেলে প্রতিমনে ৫ কেজি হারে বেশি নেওয়া হচ্ছে । বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে । এদিকে সরকার সারাদেশ ব্যাপি ২৮ এপ্রিল ধান ক্রয়ের সিন্ধান্ত গ্রহণ করলেও এখানে ক্রয় করা হবে ২০ মে খাদ্য বিভাগ থেকে জানা যায়, নকলা উপজেলায় এবার প্রথম ধাপেই ১৯ শত মেট্রিকটন ধান ২৭ টাকা কেজি মূল্য ধরে ক্রয় করা হবে ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.