ডোমারে আমন ধানের চারা রোপনে ব্যাস্ত সময়পার করছে কৃষক

0

সত্যেন্দ্র নাথ রায় নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জমিনে আমন ধান বপনে ব্যাস্ত সময় পার করছে কৃষক। সরজমিনে গিয়ে দেখা যায় ডোমার উপজেলা হরিনচড়া ইউনিয়নের হরিহাড়া গ্রামে। কৃষক মনোয়ার হোসেনের জমিনে, আজিজ, কালাম,সায়ীদ তার ১ একর জমিতে হেমিলি জাতের ধান বপন করছেন। দেশের অধিকাংশ মানুষ এখনও কৃষিকে আকরে ধরে জীবন ধারন করছে। খাদ্যের যোগান,মজুদে অগ্রনী ভুমিকা রেখে যাচ্ছে কৃষক। কাঠফাটা রোদে, স্ব- স্বরিরে রক্তে ভেজাঘামে, চোঁখ থেকে খসে পরাজলে এই করোনা কালিন সময়ে সারা পৃথিবিতে প্রতিদিন যখন হাজার হাজার মানুষ মৃত্যুবরন করছে, তখনও কৃষক করোনার বিষয়টি মাথায় রেখেই জমিতে ফসল উৎপাদনে নিস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে। হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ীর এলাকার সন্তোষ কৃষক বলেন এবারে মাঠ উপ-সহকারী কর্মকর্তার নানা পরামর্শে বাবদ ছারাই আমনের বীজ চারা ভাল হয়েছে। জমিনে চারা বপনে ব্যাস্ত সময় চলছে।

উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) আনিসুজ্জামান সাথে কথাহলে জানান এবারে উপজেলায় ১৮ হাজার হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাছারা এবারে এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরন করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.