নকলা ও শেরপুরে আলু চাষে কৃষকদের আশান্বিত আলো দেখিয়েছে

0

ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি : এবার ২০২০ সালের তালিকাভুক্ত চাষীদের মাঝে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আলু হিমাগার নকলায় ৩ শ একর, শেরপুর সদরে ৪৫০ একর জমিতে বীজ আলু রোপন করেছে। নকলায় সম্ভাব্য ১৬ শ মেট্রিকটন উৎপাদন হবে। বিএডিসি আলু হিমাগার (টিস্যু) উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম জানান, বিএডিসির এ প্রকল্পে দিনে দিনে লাভের স্বপ্ন দেখতে শুরু করেছে। শেরপুর আলু হিমাগার উপ-পরিচালক কৃষিবিদ সাজেদুর রহমান জানান, এবার রোগ বালাই কম হওয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। এতে করে জেলায় ২২ শ মেট্রিকটন বীজ আলু উৎপাদন হবে। জেলার চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করা হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.