সম্মিলিত কৃষির সফলতা নকলায় কৃষকদের মুখেহাসি

0

ইউসুফ আলী মন্ডল নকলা প্রতিনিধি : নকলা উপজেলার চন্দ্রকোনার বিভিন্ন গ্রামের কৃষকদের কৃষি কাজের গতি বৃদ্দি পেয়েছে । খোঁজ নিয়ে জানা গেছে, আদর্শ চাষী মো: কামরুজ্জামান একশত একর জমিতে আলু চাষ করেছেন এবং সেই মাঠে পাশাপাশি অন্য অন্য চাষীরা লাউ, বেগুন , টমেটো, কালাই, ভুট্রা , সরিষা আবাদ করেছেন ৩০০ একর জমিতে । হযরত আলী ১৩০ একর জমিতে করেছেন লেবু , কমলা, মালটা, আঙ্গুর, পোয়রা, পেপে সহ ১০৪ প্রকার ফল । চন্দ্রকোনা বাজারের মুক্তার এর বাসায় বেধেছে মৌচাক এখানে ২মন মধু সংগ্রহ করেছেন তিনি এছাড়াও চন্দ্রকোনা কলেজের ভবনের ছাদে ৩২টি মৌচাক বাসা বেঁধেছে । সুহেল মিয়ার দুগ্ধ খামার থেকে প্রতিদিন ৩মন দুধ উৎপাদন করছেন । এদিকে হযরত আলী ১০৪ প্রকার ফলের বাগান থেকে বছরে প্রায়  ২ কোটি টাকার ফল বিক্রি করে থাকেন বলে জানা গেছে । নকলা উপজেলার মালটার চাষ বেশ ভাল এক একটি মালটা গাছে ১০০ থেকে ১৫০টি করে মালটা ধরেছে ফলে কৃষকের মুখে হাঁসি ফুঁটেছে । নকলা উপজেলা কৃষি অফিস এসব কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও তদারকি করছেন বলে নকলা কৃষি অফিস সূত্রে জানা যায় ।

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.